কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে প্রকাশ্যদিবালোকে এক বিকাশ কর্মীর টাকা ছিনতাইকালে পিটুনির শিকার হয়েছেন ছিনতাইকারীরা। পরে তাদের পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্বচান্দরা মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযান চালিয়ে দুই লক্ষ ১০ হাজার টাকা ও খেলনা পিস্তল উদ্ধার এবং মাইক্রোবাস আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের মধুপুর থানার জটাবাড়ি এলাকার আজাহার আলীর ছেলে মমিনুল ইসলাম ও একই থানার টুনিয়াবাড়ি এলাকার আব্দুল হামিদের ছেলে রেজাউল করিম।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা মাটিকাটা এলাকায় রেললাইন বাজারে গাতকাল মঙ্গলবার দিনে-দুপুরে প্রকাশ্যে এক বিকাশ কর্মীর টাকা ছিনতাই করে একদল ছিনতাইকারী। ওমর ফারুক নামে এক বিকাশ কর্মী ওই রেললাইনের বাজারে তাদের মোবাইল ব্যাংকিং বিকাশের মার্কেটিং কাজে যান। কিন্তু ওই বাজারে তার অবস্থান কালে দুপুর পৌনে ১২টার দিকে একটি সাদা রংয়ের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৬-০০৯৬) ওই বাজারে আসে। খানিক সময় পরেই ওই মাইক্রোবাসটি চলে যায় এবং কিছু সময় পর সেটা আবার ফিরে আসে। হুট করে ফিল্ম কায়দায় ২/৩ জন লোক ওই মাইক্রোবাস থেকে নামেন। পরে ওই বিকাশ কর্মীর পথ গতিরোধ করে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীরা জোরপূর্ব বিকাশ কর্মীকে তাদের মাইক্রোবাসে উঠানোর চেষ্টা করে। ধস্তাদস্তির এক পর্যায় পাশের মনির ষ্টোরের বারান্দার খুটিও ভেঙ্গে যায়। এসময় তার টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এতে সন্দেহ হলে ও বিকাশ কর্মী তাদের অপহরণকারী বলে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে যায়। এসময় ছিনতাইকারী মমিনুল ও রেজাউলকে আটক করে পিটুনি দেয় এলাকাবাসী। পরে কালিয়াকৈর থানায় খবর দিয়ে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটিও আটক করে পুলিশ। পরে পুলিশ অভিযান চালিয়ে দুই লক্ষ ১০ হাজার টাকা ও খেলনা পিস্তল উদ্ধার এবং মাইক্রোবাস আটক করা হয়।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো: সাব্বির আহমেদ জানান, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চালিয়ে দুই লক্ষ ১০ হাজার টাকা ও খেলনা পিস্তল উদ্ধার এবং মাইক্রোবাস আটক করা হয়। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া বাকী ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
2023-12-12